NarayanganjToday

শিরোনাম

শুক্রবার থেকে আলীগঞ্জ মাঠে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


শুক্রবার থেকে আলীগঞ্জ মাঠে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বিরতীর পর আবারও শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল তিনটা থেকে এই টুর্নামেন্ট শুরু হবে আলীগঞ্জ মাঠে।

এদিন মুখোমুখি হবে গোগনগর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি।

বৈরি আবহাওয়ার কারণে টুর্নামেন্ট শুরু করতে একটু সময় লেগেছে বলে জানিয়েছেন এর আয়োজক।

আয়োজক কমিটির একজন সদস্য সচিব হাজী শামীম জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে টুর্নামেন্ট শুরু করতে একটু সময় লেগেছে। মাঝে পাইওনিয়ার লিগের জন্য ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার সময় সূচি পরিবর্তন করা হয়েছিলো।

সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, এদিন মাঠে বসে খেলা উপভোগ করবেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহম্মেদ পলাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

১৪ নভেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে