NarayanganjToday

শিরোনাম

‘বেস্ট অব লাক ব্রাজিল’


‘বেস্ট অব লাক ব্রাজিল’

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে সারাদেশ। এরই ধারাবাহিকতায় রোববার (০১ জুলাই) বিকালে প্রিয় দল ব্রাজিল’র জন্য শুভকামনা জানিয়ে সমর্থকরা নারায়ণগঞ্জ নগরীতে মটরসাইকেলসহ বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে।

নগরীর খানপুর থেকে ব্রাজিল সমর্থিত তরুণরা একত্রিত হয়ে র‌্যালিটি বের করে দুই নম্বর রেলগেইট ঘুরে পুনরায় খানপুর গিয়ে শেষ হয়।

এর আগে ব্রাজিল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে র‌্যালি বের করার ঘোষণা দেয়। র‌্যালিতে নিজ দেশের লাল-সবুজের পতাকার সাথে ব্রাজিল পতাকা নিয়ে আনন্দ করতে দেখা যায় সমর্থকদের। পাশে পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেমে বাজতে থাকে বিশ্বকাপের থিম সং।

মিছিলটি  নগরীর খানপুর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় সেখানে গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালিটি সড়ক প্রদক্ষিণকালে ব্রাজিল সমর্থকরা 'বেস্ট অব লাক' ব্রাজিল বলে উল্লাস প্রকাশ করে। এ সময় সড়কের দু’পাশে পথচারীদের মধ্যে যারা ব্রাজিল সমর্থক, তারা হাত তুলে র‌্যালিটিকে স্বাগত জানায়।

১ জুলাই, ২০১৮/এসপি/এনটি

উপরে