NarayanganjToday

শিরোনাম

বাংলাদেশ দল তো বাঘ, তারা যে কাউকে শিকার করতে পারে : বীরেন্দর শেবাগ


বাংলাদেশ দল তো বাঘ, তারা যে কাউকে শিকার করতে পারে : বীরেন্দর শেবাগ

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাসদুয়েক পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। এ টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সকলেই মেতে উঠেছেন নানান আলোচনায়।

সাবেক রথী-মহারথীরা নিজেদের ভবিষ্যৎবাণী দিচ্ছেন সম্ভাব্য চ্যাম্পিয়নদের ব্যাপারে। এ আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগও। তবে তিনি সরাসরি চ্যাম্পিয়নশিপের অনুমান করেননি, কথা বলেছেন বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল সম্পর্কে।

যেখানে বাংলাদেশ দল সম্পর্কে শেবাগ বলেন, 'বাংলাদেশ দল তো বাঘ, ভালো দিনে যে কাউকে শিকার করতে পারে। সূত্র:নিউজ 24

২৩ র্মাচ,২০১৯/এমএ/এনটি

উপরে