NarayanganjToday

শিরোনাম

সারার সঙ্গে জুটি বাঁধছেন বিরাট কোহলি


সারার সঙ্গে জুটি বাঁধছেন বিরাট কোহলি

এই সময়ের সেরা ট্রল হতে পারে। ক্রিকেট ছেড়ে সিনেমায় নাম লেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি।

জানা গেছে, চলতি আইপিএলে তার অধিনায়কত্বের আলোচনায় ও সমালোচনায় সারা বিশ্ব। অনেকেই তাকে অবসরে পাঠানোর জন্য পরামর্শ দিচ্ছে। আইপিএলে বরাবরের মত নিজের পারফরম্যান্সটা ধরে রেখেছেন কিন্তু দলকে তিনি জেতাতে পারছেন না। কিছু ঘাটতি রয়েছে মনে হয়। যার ফলে জয়ের কাছাকাছি এসে জয় করতে পারছে না তার দল।  

আরো জানা যায়, এসব অঞ্জনা গঞ্জনার পর বিরাট কোহলি সাইফ কন্যা সারা আলী খানের সঙ্গে জুটি বাধছেন। তবে কোনো সিনেমার কাজের জন্য নয়। দেখা যাবে একটি বিজ্ঞাপনে।  এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনে সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার।

জানা গেছে, জনপ্রিয় একটি জুতা তৈরি সংস্থার বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা যাবে বিরাট ও সারাকে। এই জুতার বিজ্ঞাপনে এতদিন বলিউড নায়িকা দিশা পটানিকে দেখতেন দর্শক। তারই বদলে এবার থেকে দেখবেন এই দুই তারকাকে।

সারার এই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে কোনও আপত্তি নেই। আর বিরাটকে সঙ্গে পেয়ে আগ্রহটা যেন একটু বেশিই তার।

১৫ এপ্রিল,২০১৯/এমএ/এনটি

 

উপরে