NarayanganjToday

শিরোনাম

এবার ফতুল্লায় আসছেন আযহারী


এবার ফতুল্লায় আসছেন আযহারী

ফতুল্লার ভূইগড়ে আসছেন আলোচিত সমালোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আযহারী। শনিবার (২১ ডিসেম্বর) রাত আটটার দিকে ভূঁইগড় সোনালী সংসদের খেলার মাঠে তিনি বয়ান রাখবেন।

২০ ডিসেম্বর থেকে ওই মাঠে তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। এর দ্বিতীয় দিনের বক্তা হিসেবে মিজানুর রহমান আযহারী আজ এখানে বয়ান করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এর আগে ১৯ ডিসেম্বর রাতে বন্দর উপজেলার মুছাপুরে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে বয়ান করেছেন মিজানুর রহমান আযহারী। তবে, তার এই আগমনের বিরোধীতা করে তামিম বিল্লাহর নেতৃত্বে বন্দরে ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছিলে। সেখান থেকে আযহারীকে ফেরাউনের ভাতিজা ও নব্য রাজাকার হিসেবে অখ্যায়িত করা হয়েছিলো। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ আযহারীর আগমন নিষিদ্ধ করে। তবে, ১৯ ডিসেম্বর দুপুরের পর সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পুলিশ।

২১ ডিসেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে